ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শ্রীমঙ্গলে সুলভমূল্যে ওএমএস এর চাল-আটা বিক্রি শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ২৯ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওএমএস এর মাধ্যেমে সুলভমূল্যে চাল ও আটা বিক্রি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শ্রীমঙ্গল শহরের সাগদিঘি রোড (শান্তিবাগ) এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল যুবলীগের সাধারণ সম্পাদক মো. ছালিক আহমদ ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল আহমদ।

খাদ্য অধিদপ্তরের উদ্যোগে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভার ৭ নং ওয়ার্ডে ২০০ জন লোকের মধ্যে আটা ও ৩০০ জন লোকের মধ্যে চাল বিক্রি অব্যাহত থাকবে বলে পৌরসভার কাউন্সিলর মীর এম এ সালাম জানান। তিনি আরও বলেন পৌরসভার নির্ধারিত ডিলারের মাধ্যমে এ কার্যক্রম চলবে। চলমান লকডাউনের কারণে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে চাল প্রতি কেজি ৩০ টাকা এবং আটা প্রতি কেজি ১৮ টাকা করে বিক্রি হচ্ছে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়