ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ১৯ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, শেখ রাসেলের স্মৃতি বিজড়িত ব্যানার প্রদর্শন, বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি ওই অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, লেকচারার এসিস্ট্যান্ট প্রফেসর ফোরাম ও অফিসার পরিষদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

পুস্পস্তবক অর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. আজহারুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়