ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

২৪ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ২৪ জানুয়ারি ২০২৪  

২৪ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

২৪ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪, ১০ মাঘ ১৪৩০, ১১ রজব ১৪৪৫। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৮৫৭- ভারতে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।

১৯৫০- আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের “জনগনমন অধিনায়ক” গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়।

১৯৬৯- পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে ঢাকায় গণঅভ্যুত্থান ঘটে এবং কিশোর মতিউর পুলিশের গুলিতে শহীদ হন।

১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন এবং টোঙ্গা।

জন্ম:

১৮২৬- অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর।

১৮৮৮- বাঙালি প্রত্নতত্ত্ববিদ, গবেষক, পণ্ডিত নলিনীকান্ত ভট্টশালী।

১৯১৭- মার্কিন অভিনেতা আর্নেস্ট বোর্গনাইন।

১৯৪৫- ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার সুভাষ ঘাই।

মৃত্যু:

১৮৭১- জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী ভিলহেল্ম ভাইৎলিং।

১৯৬৫- সাহিত্যে নোবেলজয়ী ইংরেজ রাজনীতিবিদ ও লেখক উইন্স্টন চার্চিল।

১৯৬৫- বাঙালি কবি ও পুথি সংগ্রাহক সাহিত্যরত্ন মুনশি আশরাফ হোসেন।

১৯৮৮- ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং।

দিবস:

গণঅভ্যুত্থান দিবস

সর্বশেষ
জনপ্রিয়