২৪ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৪ জানুয়ারি ২০২৪ বুধবার

২৪ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

২৪ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪, ১০ মাঘ ১৪৩০, ১১ রজব ১৪৪৫। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৮৫৭- ভারতে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।

১৯৫০- আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের “জনগনমন অধিনায়ক” গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়।

১৯৬৯- পাকিস্তানের অপশাসনের বিরুদ্ধে ঢাকায় গণঅভ্যুত্থান ঘটে এবং কিশোর মতিউর পুলিশের গুলিতে শহীদ হন।

১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন এবং টোঙ্গা।

জন্ম:

১৮২৬- অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর।

১৮৮৮- বাঙালি প্রত্নতত্ত্ববিদ, গবেষক, পণ্ডিত নলিনীকান্ত ভট্টশালী।

১৯১৭- মার্কিন অভিনেতা আর্নেস্ট বোর্গনাইন।

১৯৪৫- ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার সুভাষ ঘাই।

মৃত্যু:

১৮৭১- জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী ভিলহেল্ম ভাইৎলিং।

১৯৬৫- সাহিত্যে নোবেলজয়ী ইংরেজ রাজনীতিবিদ ও লেখক উইন্স্টন চার্চিল।

১৯৬৫- বাঙালি কবি ও পুথি সংগ্রাহক সাহিত্যরত্ন মুনশি আশরাফ হোসেন।

১৯৮৮- ভিটামিন ‘সি’র আবিষ্কারক প্রাণ-রসায়নবিদ চার্লস গ্লিন কিং।

দিবস:

গণঅভ্যুত্থান দিবস