ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

রেলের জনবল ধ্বংস করেছিল বিএনপি : রেলমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ১৮ মার্চ ২০২৪  

রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম

রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম

রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, সারাদেশে রেলওয়ের জনবল ধ্বংস করে গেছে বিএনপি। সৈয়দপুর বাংলাদেশের সবচেয়ে বড় কারখানা। সেখানে ২৮শ কর্মচারীর মধ্যে বর্তমানে আছে সাড়ে ৮শ জন। বিএনপির চক্রান্তে দক্ষ জনবল ছাঁটাই করা হয়। রাজবাড়ী ছিল রেলের শহর। আমি চাই রাজবাড়ী আবার রেলের শহর হোক। ১০৫ একর জমিতে একটি কারখানা তৈরি করা হবে। প্রধানমন্ত্রীকে বলেছি রাজবাড়ীতে বগি তৈরির কারখানা করার জন্য। তিনি গতকাল রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।

সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কযে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শান্তির প্রতীক বেলুন ও পায়রা উড়িয়ে শিশু দিবসের কর্মসূচি উদ্বোধন করেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম, এমপি। পরে তিনি শিক্ষার্থীদের আঁকা দেয়ালিকা পত্রিকা পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
জনপ্রিয়