ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুর্নীতি মামলায় এমপি হারুনের ৫ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০০, ৯ ডিসেম্বর ২০২১  

এমপি হারুনুর রশীদ

এমপি হারুনুর রশীদ

দুর্নীতি মামলায় বিএনপির এমপি হারুনুর রশীদের পাঁচ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় সাজা বহাল আছে চ্যানেল ৯ এর এমডি এনায়েতুর রহমান বাপ্পীরও। 

গত ২১ অক্টোবর হারুন অর রশিদকে পাঁচ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠান আদালত। শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় তাকে এ সাজা দেওয়া হয়। 

এ মামলায় আরো দুজনকে সাজা দেয়া হয়েছে। তারা হলেন-ব্যবসায়ী এনায়েতুর রহমান ও গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেক।

মামলার অভিযোগে বলা হয়েছে, এমপি থাকাবস্থায় শুল্ক মুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুন অর রশিদসহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয় ২০০৭ সালের ১৭ মার্চ।

সর্বশেষ
জনপ্রিয়