দুর্নীতি মামলায় এমপি হারুনের ৫ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:০০ পিএম, ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

এমপি হারুনুর রশীদ

এমপি হারুনুর রশীদ

দুর্নীতি মামলায় বিএনপির এমপি হারুনুর রশীদের পাঁচ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় সাজা বহাল আছে চ্যানেল ৯ এর এমডি এনায়েতুর রহমান বাপ্পীরও। 

গত ২১ অক্টোবর হারুন অর রশিদকে পাঁচ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠান আদালত। শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় তাকে এ সাজা দেওয়া হয়। 

এ মামলায় আরো দুজনকে সাজা দেয়া হয়েছে। তারা হলেন-ব্যবসায়ী এনায়েতুর রহমান ও গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেক।

মামলার অভিযোগে বলা হয়েছে, এমপি থাকাবস্থায় শুল্ক মুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুন অর রশিদসহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয় ২০০৭ সালের ১৭ মার্চ।