ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইরাকে তুরস্কের সেনাদের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৭, ২৭ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিয়ার পর এবার ইরাকেও তুরস্কের সেনাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির এক সেনার মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার রাতে ইরাকের হাকুর্ক অঞ্চলে সড়কে টহল দেওয়ার সময় তুরস্কের গাড়িবহরে হামলা চালায় পিকেকে সন্ত্রাসীরা। এতে তুরস্কের এক সেনা নিহত হয়েছেন।

প্রায় ৩৫ বছর ধরে পিকেকে তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

উল্লেখ্য, কয়েক দিন আগে সিরিয়ার উত্তরাঞ্চলের আল-বাব এলাকায় তুরস্কের সেনাদের গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছিল। এতে নিহত হয়েছিলেন সাঁজোয়াযানে থাকা তুরস্কের দুই সেনা, আহত হয়েছেন আরো দুজন।

সর্বশেষ
জনপ্রিয়