ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে খাদ্য ঘাটতি থাকে না

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০২২  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে খাদ্য ঘাটতি থাকে না। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে খাদ্য সংকট দেখা দেয়। 

শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

মতিয়া চৌধুরী বলেন, কৃষকরা এখন বিভিন্ন মৌসুমে চাষাবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এবং দেশে খাদ্য ঘাটতি কাটিয়ে উদ্ধৃত খাদ্য বিদেশে রফতানি করছেন। কোভিড-১৯ এর সময় শেখ হাসিনার সরকার কৃষক এবং ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবীর মানুষকে প্রণোদনার মাধ্যমে দেশকে সচল রেখেছেন। যার ফলে বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, কোনো দেশই বিনামূল্যে ৩৫ কোটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছেন এমন নজির বিশ্বের কোথাও নেই, একমাত্র বাংলাদেশেই শেখ হাসিনা সরকারের মাধ্যমে তা সম্ভব হয়েছে। এই নতুন বইয়ের ঘ্রাণেই শিক্ষার্থীরা দেশের স্বাধীনতর স্বাদ অনুভব করছে। 

তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে আছে জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, তথ্য প্রযুক্তি নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, সাব মেরিন ক্যাবল স্থাপন হলে দেশের গোপন তথ্য বিদেশে চলে যাবে। কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে দেশে সাব মেরিন ক্যাবল সংযোগ স্থাপন করে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছে এবং তার সুফল জনগণ প্রতিনিয়ত পাচ্ছে।

শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম নুরুল আমীন ছানার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি। 

সম্মেলনে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন আরং, মারুফা আক্তার পপি ও ফজলুল হক চাঁন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়