ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আইটি সেবা রপ্তানির নগদ সহায়তা পাওয়া আরও সহজ হলো

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫, ১৭ জানুয়ারি ২০২২  

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২২ (বাসস): আন্তর্জাতিক বাজারে পাঁচ হাজার ডলারের সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তা প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। 
এখন থেকে সহায়তা প্রাপ্তিতে টেলি ট্রান্সফার (টিটি) বার্তার ভাষ্যে আমদানি সংশ্লিষ্ট তথ্য সূত্রের প্রয়োজন হবে না বলে জানিয়েছে কেন্দ্রিয় ব্যাংক। 
এ ব্যাপারে রোববার বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তবে এক্ষেত্রে আবেদনকারিকে বেশ কিছু শর্ত পরিপালন করতে হবে।  
কেন্দ্রিয় ব্যাংকের নতুন নির্দেশনা ফ্রিল্যান্সারদের নগদ সহায়তা প্রাপ্তিতে সহায়ক হবে।

সর্বশেষ
জনপ্রিয়