ঢাকা, রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

লকডাউনে এক হাজার পরিবারকে ঈদ উপহার দিল স্বেচ্ছাসেবক লীগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ৪ মে ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলমান লকডাউন এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে নিম্নআয়ের এক হাজার পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সার্বিক সহযোগিতায় সোমবার (৩ মে) এই ঈদ উপহার বিতরণ করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ্ লিটন।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়