ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

২ হাজার রানের ক্লাবে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৫, ৬ জুলাই ২০২২  

সাকিবের আগে দেশের হয়ে টি-২০তে ২ হাজার রান করেছিলেন এই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের আগে সাকিবের সংগ্রহ ছিলা ৯৬ ম্যাচে ১৯০৮ রান। দুই হাজার রান করতে সাকিবের প্রয়োজন ছিল ৯২। প্রথম টি-২০তে ২৯ রানে ফিরেন তিনি। ফলে ২ হাজার পূর্ণ করতে ৬৩ রান দরকার পড়ে সাকিবের।

সিরিজের দ্বিতীয় টি-২০তে ২ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন সাকিব। বিশ্বের ১৭তম ক্রিকেটার হিসেবে টি-২০তে ২ হাজার রান ক্লাবের সদস্য হলেন  বাংলাদেশর এ তারকা।

বাংলাদেশের পক্ষে ১১৭ ম্যাচে ২০২১ রান এখন মাহমুদউল্লাহর। আর ৯৮ ম্যাচে ২০০৫ রান আছে সাকিবের।

২০০৬ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-২০ অভিষেক হয় সাকিবের। এই ফরম্যাটে ১০টি হাফ-সেঞ্চুরি আছে তার।  
টি-২০তে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রানের মালিক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৭৪ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১৭০১ রান করেছেন তামিম। তবে টি-২০তে তামিমের রান ৭৮ ম্যাচে ১৭৫৮। বিশ্ব একাদশের হয়ে ৪ ম্যাচে ৫৭ রান করেছেন তামিম।

টি-২০তে ১২৫ ম্যাচে সর্বোচ্চ ৩৩১৩ রানের মালিক ভারতের অধিনায়ক রোহিত শর্মার।

সর্বশেষ
জনপ্রিয়