ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

স্মার্টফোনের জন্য নতুন ভিডিও প্লেয়ার নিয়ে আসছে ইউটিউব

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:১১, ৮ ফেব্রুয়ারি ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

নিজেদের অ্যাপে নতুন ভিডিও প্লেয়ার ইউজার ইন্টারফেস (ইউআই) যুক্ত করেছে ইউটিউব। এই নতুন ভিডিও প্লেয়ারটিতে সব গুরুত্বপূর্ণ ফিচারই ফুল স্ক্রিনে পাওয়া যাবে। তবে সেটা শুধুমাত্র অ্যানড্রয়েড ও আইওএসের জন্য।

হালনাগাদটি সার্ভার সাইডে করা হচ্ছে এবং নিচের দিকে বামপাশে একসারি আইকন যুক্ত করা হয়েছে। এসব আইকনের মধ্যে লাইক এবং ডিসলাইক বাটনের পাশাপাশি মন্তব্য দ্রুত টোগল করা, প্লেলিস্ট সেভ করা, বামদিকে একটি শেয়ারের বাটন রয়েছে।

এছাড়া ডানদিকে আরো একটি ভিডিও ট্যাব রয়েছে যা প্রস্তাবিত কনটেন্টগুলো সামনে নিয়ে আসে। মিউজিক ভিডিওর মাঝামাঝি স্থানে শোনার নিয়ন্ত্রন ট্যাবও রয়েছে। 

নতুন ভার্সনটির সবচেয়ে মজার বিষয় হলো এখানে আপনি যে কোনো ভিডিও ডিসলাইক করতে পারেন, কিন্তু কেউ তা দেখতে পাবে না। নতুন নিয়ন্ত্রন ব্যবস্থাটি আগের তুলনায় অনেক বেশি নমনীয়।

সর্বশেষ
জনপ্রিয়