ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

সর্বনিম্ন কতজন মিলে জামাত করে নামাজ আদায় করা যায়?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ১৯ জানুয়ারি ২০২৪  

সর্বনিম্ন কতজন মিলে জামাত করে নামাজ আদায় করা যায়?

সর্বনিম্ন কতজন মিলে জামাত করে নামাজ আদায় করা যায়?

সর্বনিম্ন দুইজন হলেই জামাত করে নামাজ আদায় করা যায়। যদি একজনই মুক্তাদি হয়, বালেগ পুরুষ হোক অথবা নাবালেগ বালক হোক- ইমামের ডান দিকে একটু পেছনে তার দাঁড়ানো উচিত। একজন মুক্তাদির ইমামের পেছনে বা বাঁয়ে দাঁড়ানো মাকরুহ। (আসান ফিকাহ খ. ১, জামাতে নামাজের বর্ণনা)

বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

صَلاةُ الرَّجُلِ مَعَ الرَّجُلِ أَزْكَى مِنْ صَلاتِهِ وَحْدَهُ ، وَصَلاةُ الرَّجُلِ مَعَ الرَّجُلَيْنِ أَزْكَى مِنْ صَلاتِهِ مَعَ الرَّجُلِ ، وَمَا كَانُوا أَكْثَرَ فَهُوَ أَحَبُّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ

অর্থ: ‘নিশ্চয় দু’জনের জামাত একাকী নামাজ আদায়ের চেয়ে উত্তম। তিনজনের জামাত দু’জনের জামাতের চেয়ে উত্তম। জামাতে লোকসংখ্যা যত বেশি হবে মহান আল্লাহর নিকট তা ততই বেশি পছন্দনীয়’। (নাসায়ী: ৮৪৩, আবু দাউদ: ৫৫৪)

তবে পুরুষের জন্য মসজিদের জামাতে নামাজ পড়া জরুরি। বিনা ওজরে ফরজ নামাজ ঘরে আদায় করা ঠিক নয়। একাধিক হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে এবং কঠোরভাবে সতর্ক করা হয়েছে। যেমন- এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেন-

لقَدْ هَمَمْتُ أنْ آمُرَ بالصَّلاةِ فَتُقامَ، ثُمَّ أُخالِفَ إلى مَنازِلِ قَوْمٍ لا يَشْهَدُونَ الصَّلاةَ، فَأُحَرِّقَ عليهم

অর্থ: ‘আমি ইচ্ছা করেছিলাম যে, নামাজ আদায় করার আদেশ করব। নামাজে দাঁড়ানোর পর যে সম্প্রদায় (মসজিদে) নামাজে উপস্থিত হয় না, আমি তাদের বাড়ি গিয়ে তা জ্বালিয়ে দেই’। (বুখারি: ২৪২০)

সর্বশেষ
জনপ্রিয়