ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সংবাদ সম্মেলন ডাকলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩১, ১০ জানুয়ারি ২০২২  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আপাতত ভাবা হচ্ছে না। করোনা পরিস্থিতি বিবেচনায় পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন তিনি।

রোববার (৯ জানুয়ারি) রাতে কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। যদি প্রয়োজন হয় পরে জরুরি বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরেই চলতে থাকবে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধের পর গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।

এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাইরাসটির বিস্তার ঠেকাতে দেশবাসীকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

রোববার সকালে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।  

প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বেই ওমিক্রন দেখা দিয়েছে। তাই আমাদের দেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলতে হবে। শীতকালে এর প্রাদুর্ভাবটা বাড়ে। তবে আমাদের দেশে শীতকালে একটু সর্দি-কাশিও হয়। সেদিকে লক্ষ্য রেখে সবাই মাস্ক ব্যবহার করুন।

সর্বশেষ
জনপ্রিয়