ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে রাজকুমারী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৩, ২১ মার্চ ২০২৪  

রোহিঙ্গা ক্যাম্পে রাজকুমারী

রোহিঙ্গা ক্যাম্পে রাজকুমারী

সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া গতকাল নোয়াখালীর উপকূলীয় দ্বীপ হাতিয়ায় জেলেপল্লী এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। নোয়াখালীর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফরকারী সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া গতকাল সকাল ৮টায় তিনি বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল এলাকায় হেলিকপ্টার থেকে অবতরণ করেন।

এরপর তিনি বুড়িরচর ইউনিয়নের নতুন সুইচ বাজার পরিদর্শন করেন এবং গুচ্ছ গ্রামের জেলে পরিবারের সঙ্গে কথা বলেন। এ ছাড়া নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার পরিদর্শন করেন। এরপর তিনি (রাজকন্যা) সকাল ১০টায় হেলিকপ্টারের মাধ্যমে ভাসানচর যান এবং ভাসানচর ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। সেখানে সংক্ষিপ্ত সময়ে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা ২টি এলাকাও পরিদর্শন করেন এবং ঝুঁকিপূর্ণ মানুষের জীবন-জীবিকা অবলোকন করেন। দুপুরে তিনি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। প্রথমে তিনি যান ক্যাম্প-৪ এক্সটেনশনের ইউএনএইচসিআরের নিবন্ধন ও খাদ্য বিতরণের ই-ভাউচার সেন্টারে। সেখানকার কার্যক্রম পরিদর্শন শেষে ক্যাম্প-৪ এ ইউএন ওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টি পারপাস ওমেন্স সেন্টার পরিদর্শনকালে রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন। বিকালে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে নির্মিত দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে আকাশপথে ঢাকায় রওনা হন।

সর্বশেষ
জনপ্রিয়