ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

ভুল-ভ্রান্তিতে অন্যায় হয়ে গেলে ক্ষমা প্রার্থনার দোয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ২৪ জানুয়ারি ২০২৪  

ভুল-ভ্রান্তিতে অন্যায় হয়ে গেলে ক্ষমা প্রার্থনার দোয়া

ভুল-ভ্রান্তিতে অন্যায় হয়ে গেলে ক্ষমা প্রার্থনার দোয়া

মানুষ অনেক সময় ইচ্ছায়-অনিচ্ছায় ভুল-ভ্রান্তিবসত অন্যায় কাজ করে ফেলে। আর তাই ইচ্ছায়-অনিচ্ছায় কৃত ভুল-ভ্রান্তির অকল্যাণ বা খারাবি থেকে মুক্ত থাকতে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে তার প্রিয় বান্দাদের প্রার্থনা করার দোয়া শিখিয়েছেন।

ভুল-ভ্রান্তিতে অন্যায় হয়ে গেলে তা থেকে ক্ষমা প্রার্থনার দোয়াটি হলো-

رَبَّنَا لَا تُؤَاخِذۡنَاۤ  اِنۡ نَّسِیۡنَاۤ  اَوۡ اَخۡطَاۡنَا 

উচ্চারণ: ‘রাববানা লা-তুআ-খিয্না ইন্নাসীনা আও আখত্বা না’।

অর্থ: ‘হে আমাদের পালনকর্তা! আমাদের দায়ী করো না যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি’। (সূরা: আল বাকারা: ২৮৬)

উল্লেখ্য, ইবনু আববাস (রা.) হতে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি রাতের বেলায় সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে তা তার জন্য যথেষ্ট’। (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২১২৫)

সর্বশেষ
জনপ্রিয়