ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

ব্যবহারকারী কমায় ফেসবুকের ক্ষতি হলো ২৩০ বিলিয়ন ডলার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:০২, ৫ ফেব্রুয়ারি ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় ১৮ বছরের মধ্যে এই প্রথম ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যায় পতন ঘটেছে। ২০২১ সালের ডিসেম্বর মাসে শেষ হওয়া প্রান্তিকে ফেসবুকের ডিএইউ ১৯২ কোটি ৯০ লাখে নেমে এসেছে; যা আগের তিন মাসে ছিল ১৯৩ কোটি। ফেসবুকের ক্ষতি হয়েছে ২৩০ বিলিয়ন ডলার।

সম্প্রতি ফেসবুকের ‘ডেইলি অ্যাকটিভ ইউজার (ডিএইউ)’ বা দৈনিক সক্রিয় ব্যবহারকারী কমার খবর জানায় মেটা। সে খবর প্রকাশের পর এক দিনেই শেয়ার বাজারে এর মূল কোম্পানি মেটার বাজারমূল্য কমেছে।

বৃহস্পতিবার দিন শেষে ফেসবুকের শেয়ারের দাম পড়েছে ২৬.৪ শতাংশ। যার আর্থিক মূল্য ২৩০ বিলিয়ন বা ২৩ হাজার কোটি ডলারের বেশি। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি এক দিনে এতো বড় আর্থিক ক্ষতির মুখে এর আগে পড়েনি।

শেয়ারের দরপতনের প্রভাব পড়েছে মার্ক জাকারবার্গের উপরও; ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স’-এর তথ্য অনুযায়ী, জাকারবার্গের সম্পদ কমেছে ৩ হাজার ১০০ কোটি ডলার। ফেসবুকের প্রতি তরুণ ব্যবহারকারীদের যে আগ্রহ কমছে, তা মানছেন খোদ জাকারবার্গ।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ বলেছেন, দর্শকরা বিশেষ করে তরুণ ব্যবহারকারীরা প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্ল্যাটফর্মে চলে যাওয়ায় ফেসবুকের রাজস্ব প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের অপারেটিং সিস্টেমে গোপনীয়তার নীতিতে পরিবর্তন আনার কারণেও মেটার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিচালনা করে। এই ব্যবসায় শীর্ষস্থানে আছে গুগল।

সর্বশেষ
জনপ্রিয়