ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিসিবি নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন পাইলট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ২৪ সেপ্টেম্বর ২০২১  

খালেদ মাসুদ পাইলট

খালেদ মাসুদ পাইলট

কিছুদিন পরই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। সেখানে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। জানা গেছে, রাজশাহী বিভাগ থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

খালেদ মাসুদ পাইলট জানিয়েছেন, রাজশাহী বিভাগের ৮ কাউন্সিলরের সহায়তা পেলে এবং বোর্ড পরিচালক নির্বাচিত হলে নিজেকে রাজশাহীর ক্রিকেট উন্নয়নের জন্য নিংড়ে দেবেন তিনি।

এ ব্যাপারে পাইলট বলেন, ‘ক্রিকেটের সঙ্গে কাজ করার খুব ইচ্ছা ছিল। অবসরের পর থেকে মাঠে, রুট লেভেলে কাজ করে আসছি। রাজশাহী বিভাগ থেকে মনোনয়নপত্র তুললাম। আশা করি নির্বাচন করব। রাজশাহী বিভাগের কাউন্সিলররা যদি সহায়তা করেন তাহলে আশা করি বোর্ডে আসব। আমি আশা করি বোর্ডের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারব।’

এছাড়া রাজশাহীর ক্রিকেটের অবকাঠামো অবস্থা ভালো নয় দাবি করে পাইলট বলেন, ‘বর্তমানে রাজশাহী অঞ্চলে ক্রিকেটের অবকাঠামোর অনেক বাজে অবস্থা। যা খুবই দুঃখজনক। সব জেলায় খেলা হয় না। আবার আম্পায়ার, কোচদের সুযোগ সুবিধা কম। যদি রাজশাহীর ৮ জেলার কাউন্সিলররা আমাকে যোগ্য ব্যক্তি মনে করেন, আমি আমার ক্রিকেটীয় অভিজ্ঞতা বোর্ডের সাথে ভাগাভাগি করতে চাই।’

পাইলট যোগ করেন, ‘আমরা যেভাবে যাচ্ছি তা খুবই ধীর প্রক্রিয়া। আমার যে মেধা আছে তার পুরোটা প্রয়োগ করতে চাই। আমি পুরোটা সময় মাঠে সময় কাটিয়েছি। প্রত্যেক মানুষ আশা করে আমরা কিছু একটা করব। সেই দায়িত্ববোধ থেকে আমার মনে হয়েছে এটাই সেরা সময়। পাইলট প্রজেক্টের মত দেখাতে চাই একটি বিভাগের ক্রিকেট সংস্কৃতি কেমন হওয়া উচিৎ।’ 

সর্বশেষ
জনপ্রিয়