ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

ফ্রেঞ্চ লিগের চেয়ে সৌদি লিগ এগিয়ে : রোনালদো

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫০, ২০ জানুয়ারি ২০২৪  

ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে শুরু, এরপর ইউরোপের নামিদামি অনেক তারকাকেই দলে টেনেছে সৌদি ক্লাবগুলো। রোনালদা তো মনেই করেন, বর্তমানে ইউরোপের সেরা ৫ লিগের একটি ফ্রান্সের লিগের চেয়ে এখন এগিয়ে গেছে সৌদি প্রো লিগ।

দুবাইতে গ্লোব সকার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে রোনালদো বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি সৌদি চ্যাম্পিয়নশিপ ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপের চেয়ে পিছিয়ে নয়। আমার মনে হয়, এটি আরও প্রতিযোগিতাপূর্ণ।’

সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর ইউরোপ ছেড়ে দেশটিতে পাড়ি দিয়েছেন ফ্রান্সের করিম বেনজেমা, ব্রাজিলিয়ান নেইমার জুনিয়র, রবার্তো ফিরমিনো, সেনেগালিজ তারকা সাদিও মানেসহ একঝাঁক তারকা ফুটবলার। 

সৌদি প্রো লিগের মান নিয়ে রোনালদো আরও বলেছেন, ‘তারা যেকোনো কিছু বলতে পারে, যা চায়। এটি তাদের মতামত। আমি সেখানে ১ বছর যাবত খেলছি, আমি জানি কী নিয়ে কথা বলছি আমি। আমি মনে করি, আমরা এখন ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপের চেয়ে ভালো এবং এই উন্নতি চালিয়ে নেব আমরা।’

এর আগে গত বছরের মে মাসে রোনালদো বলেছিলেন, ‘সৌদি লিগ আস্তে আস্তে ভালো করছে, আগামী বছরে আমরা আরও ভালো করবো। ক্রমান্বয়ে এই লিগ পৃথিবীর সেরা পাঁচ লিগের একটি হবে। কিন্তু তাদের সময় দরকার, তাদের সেই মানের খেলোয়াড় ও অবকাঠামো লাগবে। আমি বিশ্বাস করি এই দেশটির সেই অসাধারণ যোগ্যতা, অসাধারণ মানুষ আছে। দারুণ একটি লিগ হবে।’

প্রসঙ্গত, গ্লোব সকার অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতেছেন রোনালদো। এর মধ্যে বছরে সবচেয়ে বেশি গোল করার পুরস্কার ‘মারাদোনা অ্যাওয়ার্ড’ও আছে। গত মৌসুমে আল-নাসর ও পর্তুগালের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ গোল করেছেন সিআরসেভেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ গোল ২৫ বছর বয়সী স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের। সমান গোল ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনেরও। ৫০ গোল করে পরের স্থান আর্লিং হল্যান্ডের।

সর্বশেষ
জনপ্রিয়