ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি লিওনেল মেসি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ৬ জানুয়ারি ২০২৪  

লিওনেল মেসি

লিওনেল মেসি

ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি লিওনেল মেসি। তার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার কিংবা মাঠের ফুটবলে খেলার স্বপ্ন দেখেন অনেকেই। আর লিওর সঙ্গে যদি কারো তুলনা করা হয় তাহলে তো ব্যাপারটা একটু বেশিই স্পেশাল। তবে আইভরি কোস্টের তরুণ তুর্কি আমাদ দিয়ালোর মত ভিন্ন।

সম্প্রতি স্যান্ডারল্যান্ড থেকে লোন কাটিয়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ২১ বছর বয়সী ফুটবলার আমাদ দিয়ালো। তার মতে, ‘লিওনেল মেসির মতো আর কেউই নেই।’

ওল্ড ট্রাফোর্ডে ফিরে এরই মধ্যে লিগে খেলেছেন আমাদ দিয়ালো। নিয়মিত করছেন অনুশীলনও। প্র্যাকটিসে খেলার স্টাইল দেখে তাকে লিওনেল মেসির সঙ্গেই তুলনা করেছেন সতীর্থ অ্যাঞ্জেল গোমেজ। সেটাকে একটু বাড়াবাড়ি বলেই মন্তব্য করেছেন দিয়ালো। কেননা মেসির ধারেকাছেও তিনি নেই বলে জানালেন আইভরি কোস্টের তারকা।

ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ালো বলেন, ‘আমি জানি গোমেজ সেটা বলেছে। প্র্যাকটিসে আমি নাকি মেসির মতো খেলি। হ্যাঁ, আমি ড্রিবলিং করতে পারি, গোলও করতে পারি। কিন্তু মেসির মতো কেউই খেলতে পারে না, কেউ না। আমি গর্বিত যে তার সঙ্গে আমার তুলনা করা হয়েছে।’

দিয়ালো কথা বলেছেন তার ম্যানচেস্টার ইউনাইটেডে আসা নিয়েও। ২০২১ সালে যখন প্রস্তাব পান, বিষয়টিকে কৌতুক মনে করেছিলেন তিনি। 
দিয়ালো বলেন, ‘‘মনে আছে, যখন ডিরেক্টর আমাকে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপারে বলেছিল, আমি বিশ্বাসই করতে পারিনি। তিনি (ডিরেক্টর) বলেন, ‘আমাদ, তোমাকে ম্যানইউ চায়।’ আমি বলেছিলাম ‘সত্যি, ইউনাইটেড? না, না, আপনি মজা করছেন।’’

২১ বছর বয়সী আইভরি কোস্ট তারকা বলেন, ‘ডিরেক্টর আমাকে আশ্বস্ত করেন। আমি বলেছিলাম, ওখানে খেলা আমার স্বপ্ন। কাগজটা আমার হাতে দেন, নিজে সাইন করি। ঘটনাটা পরে আমি মাকে বলি। আমরা অনেক খুশি হয়েছিলাম।’

সর্বশেষ
জনপ্রিয়