ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

নকল আসামিকে সাজা খাটানোর অভিযোগ, এক দিনের রিমান্ডে আইনজীবী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসল আসামির পরিবর্তে নকল আসামিকে সাজা খাটানোর অভিযোগে রাজধানীর কোতয়ালী থানায় জালিয়াতির মামলায় আইনজীবী শরীফ শাহরিয়ার সিরাজীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

শুক্রবার ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুর রহমান বিষয়টি জানিয়েছেন। 

এদিন আইনজীবীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আবু সাঈদ চৌধুরী তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এদিকে গত ২ ফেব্রুয়ারি মিথ্যা পরিচয় দিয়ে অন্যের হয়ে জেল খাটা আসামি হোসেন ওরফে নকল সোহাগকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

এর আগে ১ ফেব্রুয়ারি প্রকৃত আসামি বড় সোহাগকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এসময় সোহাগ নামধারী হোসেনকে হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে থানায় সোপর্দ করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক। 

একইসঙ্গে এ ঘটনায় জড়িত নকল সোহাগসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বেন্স সহকারী মিজানুর বাদী হয়ে নকল সোহাগ ওরফে সোহাগ, আসল সোহাগ, দুই আইনজীবীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়