ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

দেশের অনেক উন্নয়ন হয়েছে : সেনাবাহিনীর প্রধান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ৫ মে ২০২৪  

সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আজকে বাংলাদেশ অনেক এগিয়েছে। আমাদের দেশের অনেক উন্নয়ন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রামের ফসল এই স্বাধীনতা।

গতকাল দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ লাদুরচড় এলাকায় ‘আস্থা ইন্ডাস্ট্রিয়াল’ পার্কের তিনটি নতুন স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের উন্নয়নের অগ্রযাত্রায় যেখানে পাশে থাকার সুযোগ পেয়েছে সেখানে ভূমিকা রেখেছে। সেনাবাহিনীর ওয়েলফেয়ারের মাধ্যমে পরিচালিত অনেক ব্যবসার সঙ্গে আমরা সম্পৃক্ত। ফলে বুঝতে পারি ব্যবসায়ীরা দেশের উন্নয়নের কতটা গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আবদুল্লাহ আল কায়সার হাসনাত, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরী, এফবিসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালি, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর সাইফুল ইসলাম বাবু ও ম্যানেজিং ডিরেক্টর গিয়াস উদ্দিন।

 

সর্বশেষ
জনপ্রিয়