ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

কাতারের আমির ঢাকায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ২৩ এপ্রিল ২০২৪  

কাতারের আমির ঢাকায়

কাতারের আমির ঢাকায়

প্রথমবারের মতো ঢাকা এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দুই দিনের সফরে গতকাল বিকালে কাতারের আমিরকে বহনকারী বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে কাতারের আমিরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে তাঁকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর বাংলাদেশ ও কাতারের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হবে। পরে আরও কিছু আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ কাতারের আমির। কর্মকর্তারা জানান, গতকাল বিকালে বিমানবন্দরে কাতার আমিরের অবতরণের পর ২১ বার তোপধ্বনি করা হয়। এরপর আমিরকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। তাঁকে রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে কাতারের আমির প্যারেড পরিদর্শন করেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কাতারের আমিরকে প্রেজেন্টেশন লাইনে অপেক্ষমাণদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং আমিরও তাঁর প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতিকে পরিচয় করিয়ে দেন। এ সময় মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফরসূচি অনুসারে আজ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতারের আমির প্রথমে একান্ত এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুপুরে বঙ্গভবনে কাতারের আমিরের সম্মানে ভোজের আয়োজন করবেন রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিন। সন্ধ্যায় বিশেষ বিমানযোগে তিনি ঢাকা ত্যাগ করবেন। তাঁর সফরে যে ছয়টি চুক্তি সই হবে সেগুলো হলো : ১. দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি। ২. আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি। ৩. সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি। ৪. উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি। ৫. দুই দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি। ৬. যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। এ ছাড়া যে পাঁচটি সমঝোতা স্মারক সই হবে সেগুলো হলো : ১. শ্রমশক্তিবিষয়ক সমঝোতা স্মারক। ২. বন্দর পরিচালনা সংক্রান্ত সমঝোতা স্মারক। ৩. উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা স্মারক। ৪. যুব ও ক্রীড়া ক্ষেত্রে সমঝোতা স্মারক। ৫. কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন কালশী বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উড়ালসড়ক পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে এটি প্রথম উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর। বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত গভীর, বন্ধুত্বপূর্ণ ও বহুমুখী। সাম্প্রতিক সময়ে কাতারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসাবাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জ্বালানি, বিমান চলাচল, কৃষি, খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়