ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘এমবাপ্পেকে প্রয়োজন নেই রিয়ালের’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ২৬ মার্চ ২০২৪  

কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে

আগামী জুনে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ডেরা ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে, এটা নিশ্চিত। তার পরবর্তী গন্তব্য যে রিয়াল মাদ্রিদ হতে যাচ্ছে সেটিও প্রায় নিশ্চিতই বলা যায়। যদিও কিছু আনুষ্ঠানিকতা এখনো বাকি। তবুও ফুটবলপ্রেমীরা ধরেই নিয়েছেন, ফ্রান্স অধিনায়কের নতুন ঠিকানা হতে যাচ্ছে সান্তিয়াগো বার্নাব্যু।শক্তিশালী স্কোয়াড নিয়ে রীতিমতো উড়ছে রিয়াল মাদ্রিদ। তাতে এমন অবস্থা যে লস ব্ল্যাঙ্কোসদের ডেরায় নাকি কিলিয়ান এমবাপ্পের কোনো প্রয়োজনই নেই। শুধুমাত্র রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের ইগোর কারণেই তাকে কেনা হচ্ছে বল মন্তব্য করেছেন হলিউড অভিনেতা ভিগো মর্টেনসেন।

লা প্রোভিন্সে দেওয়া এক সাক্ষাৎকারে মর্টেনসেন বলেন, ‘রিয়াল মাদ্রিদে এমবাপ্পেকে এ মুহূর্তে কোনো প্রয়োজন নেই। আমি মনে করি- বেলিংহ্যাম, রদ্রিগোরা রয়েছেন। আমরা যে ধরনের প্রত্যাশা করি, সবই তাদের কাছ থেকে পাচ্ছি। তার (এমবাপ্পে) কোনো প্রয়োজন নেই। আরো দুই বছর আগেই তার এখানে আসা উচিৎ ছিল। এখন বিষয়টা অনেক বিলম্ব হয়ে গেছে।’

‘দ্য লর্ড অব দ্য রিং’ খ্যাত অভিনেতা মর্টেনসেন কিন্তু রিয়াল মাদ্রিদের কঠিন এক সমর্থক হিসেবে পরিচিত। একই সঙ্গে আর্জেন্টাইন ক্লাব সান ডি লরেঞ্জো ডি আলমার্গোরও সমর্থক। তিনি এমবাপ্পেকে চুক্তিবদ্ধ করানোর জন্য রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘এটা হচ্ছে (এমবাপ্পেকে কেনা) শুধুমাত্র ফ্লোরেন্তিনো পেরেজের ইগোর কারণেই।’

সর্বশেষ
জনপ্রিয়