ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইতিহাসের আজকের দিনে (১৫ ফেব্রুয়ারি)

ফিচার ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৫ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যু বরণ করেছিলেন

এক নজরে ইতিহাসের পাতায় ১৫ ফেব্রুয়ারি ঘটনাবলি:

৫৯০- দ্বিতীয় খসরু পারস্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।

১৭৯৮- রোমান প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৯৭১- ব্রিটিশ যুক্তরাজ্যের মুদ্রার দশমিকীকরণ হয়।

১৯৯৬- বাংলাদেশে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন।

আজকে যাদের জন্ম হয়:

১৫৬৪ – ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি।

১৮৬৩- ভারতের বাঙালি কবি ও সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়।

১৯১৬- শাহ আবদুল করিম, একজন বাংলাদেশি বাউল গানের শিল্পী। সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সংগীতের প্রাথমিক শিক্ষা নেন। বাংলা সংগীতে তাকে ‘বাউল সম্রাট’ হিসাবে সম্বোধন করা হয়। তিনি বাংলা সংগীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে একুশে পদক পুরস্কারে ভূষিত হন।

১৯৩০- ভারতের বিশিষ্ট বাঙালি জ্যোর্তিবিজ্ঞানী রমাতোষ সরকার।

১৯৩১- ইংরেজ অভিনেত্রী ক্লেয়ার ব্লুম।

১৯৪৭- বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ।

আজকে যাদের মৃত্যু হয়:

১৮৬৯- ভারতীয় কবি মির্জা গালিব।

১৯৪৮- ভারতীয় কবি সুভদ্রা কুমারি চৌহান।

১৯৮৮- নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান।

২০১৯- বাংলাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক আল মাহমুদ। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫০-এর দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকার বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন তাদের মধ্যে মাহমুদ একজন। পুরো নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে।

সর্বশেষ
জনপ্রিয়