ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আর্জেন্টিনার কাছে পাত্তাই পেল না এলসালভাদর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৭, ২৩ মার্চ ২০২৪  

আর্জেন্টিনার কাছে পাত্তাই পেল না এলসালভাদর

আর্জেন্টিনার কাছে পাত্তাই পেল না এলসালভাদর

বিশ্ব ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ৮০ ধাপ পিছিয়ে এলসালভাদর। অনুমিতভাবেই প্রতিপক্ষের বিপরীতে রাজত্ব করেছে আলবিসেলেস্তেরা। চোটের কারণে ছিটকে যাওয়া লিওনেল মেসিকে ছাড়াই দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

শনিবার সকালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এলসালভাদরের মুখোমুখি হয় আর্জেন্টিনা। যেখানে প্রতিপক্ষকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আকাশী-সাদা শিবিররা। দলের হয়ে গোল করেছেন ক্রিস্তিয়ান রোমেরো, এঞ্জো ফার্নান্দেজ ও জিওভানি লো সেলসো।

লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের পুরোটা জুড়েই আক্রমণ চালিয়ে যায় আর্জেন্টিনা। গোলমুখে তাদের নেয়া ২৪টি শটের মধ্যে লক্ষ্যে ছিল ১৪টি। 

অন্যদিকে, আক্রমণের ঝাপটা সামলাতে ব্যস্ত থাকা এলসালভাদর বলা চলে বলের দখলই পায়নি। মাত্র ২০ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখা দলটি গোলমুখে দুটি শট নিয়ে কেবল একটি লক্ষ্যে রাখতে পারে।

প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষায় না থেকে ১৬তম মিনিটেই লিড পেয়ে যায় আর্জেন্টিনা। বেনফিকার ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়ার কর্নারে দারুণ হেডে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার রোমেরো।

ম্যাচের ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আকাশী-সাদা জার্সিধারীরা। লো সেলসোর শট ছয় গজের বক্সে প্রতিহত হয়ে দূরের পোস্টে চলে যায়। সেখানে ফাঁকায় থাকা চেলসির মিডফিল্ডার এঞ্জো বাকিটা সারেন সহজেই। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্কালোনির দল।

দ্বিতীয়ার্ধেও চাপ বজায় রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৫২তম মিনিটে তারা পেয়ে যায় তৃতীয় গোল। ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে টটেনহ্যামের মিডফিল্ডার লো সেলসো নিশানা ভেদ করেন। সময় শেষ হতেই আর কোনো সময় যোগ না করে রেফারি বাজান শেষ বাঁশি।

আগামী বুধবার লস অ্যাঞ্জেলসে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায়।

সর্বশেষ
জনপ্রিয়