ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

আনারসের সিল্ক শাড়ির দ্বার খুলতে পারে : সমাজকল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪১, ২ মে ২০২৪  

আনারসের সিল্ক শাড়ির দ্বার খুলতে পারে : সমাজকল্যাণমন্ত্রী

আনারসের সিল্ক শাড়ির দ্বার খুলতে পারে : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আনারসের আঁশের মাধ্যমে আগামী দিনে যাতে পাইনাপেল সিল্কের দ্বার খুলতে পারে, সেজন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।

কারণ পাইনাপেল আঁশ ও ডাটার মাধ্যমে সিল্ক কাপড় ও সুতা তৈরি করা হয়। আর আনারসের পাতা থেকে তৈরি হবে উন্নতমানের সুতা। ইতোমধ্যে আনারসের পাতা থেকে ফাইবার বের করে নেদারল্যান্ডসে রপ্তানি করা হচ্ছে। গতকাল দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার চর-বেউথা এলাকায় অবস্থিত পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আলাপ আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের  এসব কথা বলেন।

সর্বশেষ
জনপ্রিয়