ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

অধিনায়কত্ব উপভোগ করেন না তামিম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ২১ জানুয়ারি ২০২৪  

অধিনায়কত্ব উপভোগ করেন না তামিম

অধিনায়কত্ব উপভোগ করেন না তামিম

দশম বিপিএলের তৃতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে উড়িয়ে দুর্দান্ত জয় পেয়েছে ফরচুন বরিশাল। ম্যাচটিতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জয় উপহার দিয়েছেন তামিম ইকবাল।শনিবার বরিশালের জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন তামিম। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, অনেক দিন পর দায়িত্বটা কেমন উপভোগ করেছেন? 

অধিনায়কত্ব নিয়ে অবশ্য বরাবরের মতো অনীহার কথাই জানালেন তামিম, ‘অধিনায়কত্ব নিয়ে আমি আগে যা বলেছিলাম, এখনো তা-ই আছে। আমার কাছে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, ফ্র্যাঞ্চাইজি মালিকদের পক্ষ থেকে। আমি চেষ্টা করব সে দায়িত্বটা পালন করতে।’

অধিনায়ক হিসেবে নানা ধরনের আনুষ্ঠানিকতা তামিমের কাছে ঝামেলাই মনে হয়, ‘হ্যাঁ, একটু ভিন্ন তো অবশ্যই মনে হয়েছে টস করতে গিয়ে। আমি এই জিনিসগুলো খুব বেশি উপভোগ করি না, সত্যি কথা। আমি উপভোগ করি, কখন অনুশীলন শেষ হবে। ব্যাটিং হয়েছে, ফিল্ডিং হয়েছে। আরাম করে বসে থাকব। অধিনায়ক থাকলে কাগজে স্বাক্ষর করো, টস করো। টসে বি হবে, জিতব না হারব। অনেক ঝামেলা।’

বিপিএল দিয়ে অনেক দিন পর প্রতিযোগিতামূল ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে তামিমের। ২৪ বলে ৩৫ রানের ইনিংসে শুরুটা খারাপ হয়নি বাঁহাতি ওপেনারের। 

ইনিংসের শুরুতে বাউন্ডারি পাওয়ায় ব্যাটিং সহজ হয়েছে বলে জানিয়েছেন তামিম, ‘শুরুতে বাউন্ডারি পাওয়ায় আমার জন্য কাজটা সহজ হয়ে গেছে। তবে অনুশীলনেও আমি ভালো ব্যাটিং করেছি। পিকেএসপিতে (অনুশীলনে) যে দুটো ম্যাচ সিনারিওতে খেলেছি, সেটা আমাকে অনেক সাহায্য করেছে। তার পরও স্নায়ুর চাপ তো থাকেই। তবে যখনই আপনি শুরুতে বাউন্ডারি পাবেন, সেটা তখন একটু কমে আসে।’

সর্বশেষ
জনপ্রিয়