ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

সৌদি আরবে ফ্লাইট অবতরণের অনুমতি, চলবে ১২টি বিশেষ ফ্লাইট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০০, ১৮ এপ্রিল ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে বিশেষ ফ্লাইট অবতরণের অনুমতি মিলেছে। এতে দ্বিতীয় দিনে বিমানের মোট ১২টি বিশেষ ফ্লাইট পাঁচটি দেশের উদ্দেশ্যে যাবে। 

রোববার সকাল সাড়ে ১০টার মধ্যে রিয়াদের উদ্দেশ্যে বিশেষ ফ্লাইট রওনা শুরু করেছে। পাশাপাশি ওমানের মাস্কাটে ও দুবাইয়েও বিশেষ ফ্লাইট রওনা হয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাপরিচালক তাহেরা খন্দকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেদ্দায় বিশেষ ফ্লাইন অবতরণের অনুমতি ছিল। কিন্তু রিয়াদ ও দাম্মামে পৃথকভাবে অনুমোদন নিতে হয়। এজন্য বিশেষ ফ্লাইটের প্রথম দিন সমস্যা হয়। এখন রিয়াদ ও দাম্মামে বিশেষ ফ্লাইট অবতরণের অনুমতি মিলেছে। এজন্য আজ দাম্মামে বাড়তি একটি ফ্লাইট যুক্ত হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানান, সারাদিনে পাঁচটি দেশে ১২টি বিশেষ ফ্লাইটের স্লট নির্ধারিত রয়েছে। এরই মধ্যে রিয়াদ-মাস্কাট ও দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে তিনটি ফ্লাইট। আজ রোববার ফ্লাইট নিয়ে কোনো সমস্যা নেই। সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

উল্লেখ্য, ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করে সরকার। ফলে আটকে পড়া প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরাতে পাঁচটি গুরুত্বপূর্ণ শ্রমবাজারে শতাধিক বিশেষ ফ্লাইট অনুমোদন দেয় সরকার। শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালু করা হয়।

সর্বশেষ
জনপ্রিয়