রোনালদোর জোড়া গোলে আল নাসরের বড় জয়
নিউজ ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগে আল শাবাবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। যদিও পর্তুগিজ অধিনায়কের হ্যাটট্রিক করার সুযোগ ছিল, এছাড়া ক্যারিয়ারের ৮৫০ গোলের মাইলফলক ছোঁয়ার সুযোগ ছিল। তবে ম্যাচের তৃতীয় পেনাল্টি দিয়ে দিলেন সতীর্থ আবদুলরহমান ঘারিবকে।
দলের হয়ে আরও একটি করে গোল করেন সাদিও মানে ও সুলতান আল-ঘানাম। ম্যাচে রোনালদো জোড়া গোল করেছেন পেনাল্টি থেকেই। তবে মানের গোলটি হয়েছে রোনালদোর সহায়তা।
মঙ্গলবার ঘরের মাঠে খেলার ১২তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। এরপর ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে আবারও গোল করেন তিনি। এর ২ মিনিট পর গোল করান সাবেক বায়ার্ন মিউনিখ তারকা মানেকে দিয়ে। আল ঘানাম ম্যাচের চতুর্থ গোল করেন ৭৯ মিনিটে। তবে রোনালদো পেনাল্টি নেওয়ার দায়িত্বটা যাকে দিয়েছিলেন সেই ঘারিব অবশ্য গোল করতে পারেননি।
লিগ প্রথম দুই ম্যাচে হারা আল নাসর নিজেদের তৃতীয় ম্যাচে আল ফাতেহর বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছিল। সে ম্যাচে রোনালদো করেছিলেন হ্যাটট্রিক। সব মিলিয়ে লিগে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো (৫)। সবচেয়ে বেশি ‘অ্যাসিস্ট’ও তার (২)।
- ঢাকা ম্যারাথনের রেজিস্ট্রেশন শুরু
- ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু
- ঈদের আগেই ১৬শ ক্রিকেটারকে আর্থিক সহায়তা দেবে বিসিবি
- বলিভিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- শেষ হলো শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা
- বলে-কয়ে ২৭০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন দ্রাবিড়!
- জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হচ্ছেন আব্দুর রাজ্জাক!
- আইপিএল দেখা যাবে ১২০ দেশে, বাদ চীন ও পাকিস্তান
- লিভারপুলকে শিরোপা না দেয়া হবে অবিচার
- অবশেষে বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করছেন মেসি!