ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

৩৩০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ২৭ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রথম দিনে দাপট দেখিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস। দ্বিতীয় দিন ২৫৩ রান ৪ উইকেটে নিয়ে খেলতে নামা বাংলাদেশ গুটিয়ে যায় ৩৩০ রানে। পাকিস্তানের হয়ে ৫ উইকেট তুলে নেন হাসান আলি। এখন মধ্যাহ্ন বিরতিতে গেছে দুই দল।

প্রথম দিনে শতক করেছিলেন লিটন দাস। তখন ৮২ রানে অপরাজিত ছিলেন মুশফিক। সবার আশা ছিল দ্বিতীয় দিনে নিজের শতক পূর্ণ করবেন মুশি। তবে সেটি আর হয়নি। নার্ভাস নাইনটিতে আউট হন তিনি। ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষকের কাছে ক্যাচ তুলে দেন মুশফিক। মুশফিক আউট হয়েছেন ৯১ রানে। মেহেদী হাসান মিরাজ ছিলেন ৩৮ রানে অপরাজিত। মেহেদী বাদে কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি, যার ফলে ৩৩০ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।  

এর আগে দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই প্রথম দিনের শতক করা লিটন দাসকে হারায় বাংলাদেশ। লিটন-মুশফিকের ২০৪ রানের জুটি ভাঙ্গে হাসান আলি। লিটনকে এলবিডব্লিউ করেন হাসান আলি। এরপর ব্যাটিংয়ে নেমে ৪ রানে সাজঘরে ফেরেন টেস্টে অভিষেক হওয়া ইয়াসির আলি। তবে এক প্রান্ত ধরে খেলতে থাকেন বিশ্বকাপে সমালোচনায় পরা মুশফিকুর রহিম। তবে নিজের শতক পূরণ করার আগেই সাজঘরে ফেরেন মুশফিক। 

এদিকে পাকিস্তানের হয়ে দিনের শুরুটা দারুণ করেন হাসান আলি। প্রথম দুই উইকেটের দুটিই তুলে নেন তিনি। এরপর আরও দুই উইকেট নিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। প্রথমে লিটনকে এলবিডব্লিউ করেন। এরপর ইয়াসার আলিকে বোল্ড করেন। দ্বিতীয় দিনের শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে পরে বাংলাদেশ। এরপর শাহিন আফ্রিদি ফেরান তাইজুলকে। 

পাকিস্তানের বিপক্ষে শুক্রবার (২৬ নভেম্বর) প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫৩ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। সেঞ্চুরির আক্ষেপ রেখে ক্রিজ ছাড়েন মুশফিকুর রহিম। লিটন শতক হাঁকালেও দিন শেষে ১৯০ বলে ৮২ রান নিয়ে অপরাজিত ছিলেন মুশি। দিনশেষে বাংলাদেশ উইকেট হারায় ৪টি।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার দলের অধিনায়ক মুমিনুল হক। তবে অধিনায়কের সেই সিদ্ধান্তের ফায়দা উঠাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। উল্টো মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ভরাডুবির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। 

তবে সেখান থেকে দলের হাল ধরেন লিটন আর মুশফিক। তাদের অপরাজিত ২০৪ রানের জুটির ওপর ভর করে প্রথম দিনটা নিজেদের করে নেয় বাংলাদেশ।

সর্বশেষ
জনপ্রিয়