ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

২৭ রমজানে ইবাদত কবুলের দোয়া

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ১০ মে ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র রমজানুল মোবারককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। শেষ ৯ বা ১০ দিন নাজাতের। এই দিনগুলোতে আল্লাহকে সন্তুষ্ট করতে অনেক বেশি ইবাদত করা উচিত। রমজানের শেষ দশকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য দশকের তুলনায় অধিক পরিমাণে ইবাদত করতেন।

নাজাতের সপ্তম রমজান আজ। রমজানের শেষ দশকে আল্লাহ তায়ালা অধিক পরিমাণে গুনাহগার বান্দাদেরকে ক্ষমা তথা নাজাত দেন বলেই মূলত এ দশকের নামকরণ ‘নাজাত’ হয়েছে। রমজানের ২৭তম দিনে আল্লাহর নৈকট্য অর্জনে ইবাদত কবুলের জন্য এ দোয়া পড়তে পারেন-

উচ্চারণ: আল্লাহুম্মার যুক্বনি ফিহি ফাদলা লাইলাতিল ক্বাদরি; ওয়া সায়্যির ওমুরি ফিহি মিনাল ও’সরি ইলাল ইয়ুসরি; ওয়াক্ববাল মাআ’জিরি; ওয়া হুত্ব আ’ন্নিজ জামবি ওয়াল উযরা; ইয়া রাউ’ফান বি-ইবাদিহিস সালিহিন।

অর্থ: হে আল্লাহ! আজকের দিনে আমাকে শবেকদরের ফজিলত দান কর। আমার কাজ কর্মকে কঠিন থেকে সহজের দিকে নিয়ে যাও। আমার অক্ষমতা কবুল কর এবং ক্ষমা করে দাও আমার সব অপরাধ। হে যোগ্য বান্দাদের প্রতি মেহেরবান।

সর্বশেষ
জনপ্রিয়