ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বিমানবন্দরে করোনার আরটিপিসিআর পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ২৬ ডিসেম্বর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ১ জানুয়ারি থেকে করোনা ভাইরার সংক্রমণ পরীক্ষা শুরু হবে। অনুমোদনপ্রাপ্ত চারটি ক্লিনিক্যাল ল্যাবরেটরি আরটিপিসিআর পরীক্ষার জন্য ইতিমধ্যে বিমানবন্দরের বরাদ্দকৃত স্থানে মেশিন স্থাপনসহ আনুষঙ্গিক প্রস্তুতি নিচ্ছে।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর জানান, ‘দুবাইসহ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাত্রার ক্ষেত্রে ছয় ঘণ্টার মধ্যে আরটিপিসিআর রিপোর্ট নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। আবার ইউএই’তে এ অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ কর্মরত রয়েছেন। কিন্তু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর রিপোর্ট পাওয়ার সুযোগ না থাকায় সবাইকে ঢাকা হয়েই ইউএই যেতে হতো। বিদেশগামীদের ভোগান্তির কথা বিবেচনা করে সরকার গত ৫ ডিসেম্বর শাহ আমানত বিমান বন্দরে করোনা পরীক্ষার জন্য চারটি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়। সরকারের অনুমোদনের পরপরই চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে বসে স্থান নির্ধারণ করে। ২৩ ডিসেম্বর অনুমোদনপ্রাপ্ত ল্যাব ও বিমান বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে স্বাস্থ্য বিভাগ। অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠকের মাধ্যমে তাদের চাহিদা নিরূপণ করা হয়।’

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়