ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

হবিগঞ্জে তাণ্ডবে গ্রেফতার হয়েছে হেফাজত নেতা মনির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩, ২২ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড়ে হেফাজতের তাণ্ডবের মূল হোতা ও মামলার প্রধান আসামি মনির হোসাইন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মনির হোসাইন চৌধুরী নোয়াগড় দারুসসালাম মাদরাসার সুপার এবং নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি পুরাণগাঁওয়ের আব্দুর রউফ মিয়ার ছেলে। সোমবার ভোরে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি তাকে গ্রেফতার করা হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে পুলিশের দুটি মোটরসাইকেল পোড়ানোর পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুর করে হেফাজতের সমর্থকরা। ওই সময় তাদের হামলায় ২০ জন পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় মনির হোসাইন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা করে পুলিশ।

ওসি আরো জানান, মনির হোসাইন চৌধুরী দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে চুনারুঘাটের সাটিয়াজুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলার ২৬ জন আসামির মধ্যে এরই মধ্যে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়