ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

স্বয়ংক্রিয়ভাবে চালু হবে গুগলের টু-স্টেপ ভেরিফিকেশন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ৮ মে ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে স্বয়ংক্রিয়ভাবে টু-স্টেপ ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল। ব্যবহারকারী না চাইলেও জিমেইলসহ গুগলের সব সার্ভিসে দ্বি-স্তর নিরাপত্তা পদ্ধতি পর্যায়ক্রমে চালু হবে।

গতকাল ছিল বিশ্ব পাসওয়ার্ড দিবস। দিনটিতে এমনই ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল।

এর আগে টু-স্টেপ ভেরিফিকেশন প্রক্রিয়া ব্যবহারকারী চাইলেই কেবল চালু করতে পারতো। কিন্তু এখন সবার জন্যই বিষয়টি বাধ্যতামূলক। ঘোষণার শুরুতেই দুইশ' কোটি ব্যবহারকারীর কাছে টু-স্টেপ‌ চালু সংক্রান্ত নির্দেশনা পৌঁছে গেছে। অন্যদের কাছেও পর্যায়ক্রমে যাবে।

গুগলের প্রডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মার্ক রিশার টু-স্টেপ ভেরিফিকেশনের গুরুত্ব সম্পর্কে বলেন, অনেকেই হয়তো জানেন না, শুধুমাত্র পাসওয়ার্ডের উপর নির্ভর হওয়াটা ঝুঁকিপূর্ণ। কারণ যেকোনো ভাবে পাসওয়ার্ড বেহাত হতে পারে।

সাধারণত দ্বিতীয় স্তরে ব্যবহারকারীর মোবাইল নাম্বারে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) বা অথেনটিকেশন অ্যাপে প্রদর্শিত তাৎক্ষণিক কোড প্রবেশ করাতে হয়।

সর্বশেষ
জনপ্রিয়