ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

স্ত্রী হত্যায় স্বামী মাসুদের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৩, ৫ জুলাই ২০২২  

খুলনায় স্ত্রী রুবি আক্তারকে হত্যা মামলায় স্বামী মাসুদ রানাকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন।

আদালতের এপিপি কামরুল হোসেন জোয়াদ্দার জানান, ২০১৬ সালের প্রথম দিকে মাসুদ রানা রুবিকে বিয়ে করে খুলনার আড়ংঘাটা এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। মাসুদ ভ্যানে করে লেবুর শরবত বিক্রি এবং তার স্ত্রী রুবি বাড়িতে থেকে দর্জির কাজ করতেন। কিন্তু কিছুদিন পর মাসুদ রানা আবার গোপনে বিয়ে করলে তা নিয়ে পারিবারিক কলহ শুরু হয়।

এর জের ধরে ২০১৬ সালের ৩০ মে রাতে মাসুদ রানা তার স্ত্রীকে শ্বাসরোধ করে পালিয়ে যায়। পরদিন সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা জবেদ আলী বাদী হয়ে আড়ংঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়