ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সেনবাগে করোনা বৃদ্ধি পাওয়ায় মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ২৭ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে করোনা মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা, সেনবাগ থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং সেনবাগ পৌর সভার প্যানেল মেয়র সাখাওয়াত হোসেন সেলিম প্রমূখ। 

সভায় সেনবাগে করোনার উদ্বেগজনক পরিস্থিতির কারনে লকডাউন কঠোর ভাবে কার্যকর করতে প্রতি ইউনিয়নে করোনা প্রতিরোধে কমিটি করা, প্রশাসনের নজরদারি বাড়ানো, সিএনজি, অটোরিকশা চলাচল বন্ধে রাস্তায় পেলে জব্দ করা, বিকেল ৩ টার পর ঔষধ ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ নিশ্চিত করা। 

করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা সহ বিভিন্ন সিন্ধান্ত গ্রহন করা হয় যা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়