ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সীমা‌ন্তে নিরাপত্তা জোরদার করতেই থান‌চি-লিক‌রি সড়‌ক নির্মাণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ১৫ অক্টোবর ২০২০  

বান্দরবা‌নের থান‌চি থানার চারতলা ভব‌নের ফলক উ‌ম্মোচন শেষে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবা‌নের থান‌চি থানার চারতলা ভব‌নের ফলক উ‌ম্মোচন শেষে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ব‌লেছেন, বান্দরবা‌নের সীমান্ত রক্ষা এবং সীমা‌ন্তে নিরাপত্তা জোরদার করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নি‌র্দে‌শে থান‌চি-লিক‌রি সীমান্ত সড়‌ক নির্মাণ করা হ‌চ্ছে। এ সড়কের কাজ শেষ হ‌লে আ‌রো বিনিয়োগকারী আস‌বে, পুঁ‌জি বাড়বে।

বৃহষ্প‌তিবার সকা‌লে গণপূর্ত বিভা‌গ ও স্থাপত্য অ‌ধিদফতরের বাস্তবায়‌নে এবং বাংলা‌দেশ পু‌লি‌শের সার্বিক সহ‌যো‌গিতায় ৯‌ কো‌টি ৪৭ লাখ টাকা ব্যয়ে নি‌র্মিত বান্দরবা‌নের থান‌চি থানার চারতলা ভব‌নের ফলক উ‌ন্মোচনের সময় তি‌নি এসব কথা ব‌লেন।

মন্ত্রী ব‌লেন, বান্দরবান খুবই সুন্দর জায়গা। শুধু বান্দরবান নয়; খাগড়াছ‌ড়ি, রাঙ্গামা‌টিও অ‌নেক সুন্দর জায়গা। পার্বত্য এলাকার মানু‌ষের নিরাপত্তার জন্য যা যা করা দরকার, সরকার সবই কর‌ছে।

বৃহস্পতিবার সকালে বান্দরবানের থান‌চি থানার চারতলা ভব‌নের ফলক উ‌ন্মোচন ও নির্মাণাধীন থানচি-লিকরি সীমান্ত সড়ক পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

এরপর থানা ভব‌নের সাম‌নে বৃক্ষরোপণ ও মত‌বি‌নিময়ে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় আইজিপি ড. বেনজীর আহ‌মেদ, স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ের জন‌নিরপত্তা বিভা‌গের সি‌নিয়র স‌চিব মোস্তফা কামাল উ‌দ্দিন, চট্টগ্রাম রে‌ঞ্জের ডিআইজি আ‌নোয়ার হো‌সেন, বান্দরবানের ডিসি মো. দাউদুল ইসলাম, এসপি জে‌রিন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে নির্মাণাধীন থানচি-লিকরি সীমান্ত সড়কের বাগলাই নামক স্থান প‌রিদর্শন কর‌বেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার থান‌চির দূর্গম রেমাক্রী এলাকা প‌রিদর্শন শেষে বান্দরবান ত্যাগ কর‌বেন।

সর্বশেষ
জনপ্রিয়