ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১০, ২১ সেপ্টেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপ‌জেলায় উৎপাদন বৃ‌দ্ধির ল‌ক্ষ্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের হল রু‌মে ৪৫০ জন কৃষকের মাঝে সার, মাষকলাই বীজ ও ৩০ জন কৃষকের মাঝে নাবী পাট বীজ বিতরণ করা হ‌য়ে‌ছে।

উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমে‌দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন সিরাজগঞ্জ-৪ আস‌নের এমপি তানভীর ইমাম।

এমপি তানভীর ইমাম বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকদের দুর্দশার কথা চিন্তা করে এ করোনাকালীন সময়ে কৃষি প্রণোদনা বিতরণের নির্দেশনা দিয়েছে কৃষি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের। কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে। এরই ধারাবাহিকতায় আজ কৃষকদের মধ্যে এ সব উপকরণ বিতরণ করা হলো।

তিনি আরো বলেন, একটা সময় ছিল যখন সারের দাবিতে ১৬ জন কৃষকের মৃত্যু হয়। বীজের জন্য ছিল হাহাকার। বর্তমানে কৃষির উন্নয়নে প্রধানমন্ত্রী দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। তাই কৃষকদের সার ও বীজ যথাযথভাবে ব্যবহার করার অনুরোধ রইল।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়