ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

সবধরনের এসএমএস বাংলায় পাঠাবে মোবাইল অপারেটরগুলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রাহকদের সবধরনের এসএমএস বাংলায় পাঠাবে মোবাইল অপারেটরগুলো। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সভাকক্ষে এ কার্যক্রম উদ্বোধন করা হবে।

গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিটিআরসির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে গ্রাহকদের মোবাইলে সবধরনের এসএমএস বাংলা পাঠাবে অপারেটরগুলো। ওই দিন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ কার্যক্রম উদ্বোধন করবেন। এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বিটিআরসির সভাপতি শ্যাম সুন্দর শিকদার ও চার মোবাইল কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সর্বশেষ
জনপ্রিয়