ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের স্থপতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৩, ৩০ জুলাই ২০২১  

সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয়

সরকারি আইসিটি পেশাজীবীদের সংগঠন 'গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম'র আয়োজনে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন পালিত হয়েছে। সংগঠনটি থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসেবে এমপি ফাহমী গোলন্দাজ বাবেল ও আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম এবং মুখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুল জব্বার খান। আরও উপস্থিত ছিলেন গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শারমিন আফরোজ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আইসিটি ডিভিশনের প্রোগ্রামার এবং কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম 'সুরক্ষা'র কোর টিম মেম্বার এ এস এম হোসনে মোবারক।

অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের কর্মময় জীবন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তার ভূমিকার কথা তুলে ধরেন অধ্যাপক ড. আবদুল জব্বার খান। তিনি বলেন, 'চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে ও সরকারের সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার জন্য প্রয়োজন আইসিটি পেশাজীবী। দক্ষ আইসিটি পেশাজীবী গড়ে তোলার জন্যে প্রয়োজন আইসিটি ক্যাডার।'


'আগামী প্রজন্মকে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষিত করে গড়ে তোলা ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ করার জন্য এবং সমাজের সকল স্তরে ডিজিটাল বাংলাদেশের সুফল ছড়িয়ে দেওয়ার জন্য যার নির্দেশনায় বাংলাদেশের আইসিটি পেশাজীবীরা দিন-রাত কাজ করছেন, তিনি হলেন সজীব ওয়াজেদ জয়। তিনি তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক ও ডিজিটাল বাংলাদেশের স্থপতি। ২০০৭ সালে তিনি "ইয়াং গ্লোবাল লিডার" নির্বাচিত হয়েছেন। তিনি বঙ্গবন্ধুর নাম এ পৃথিবী থেকে কেউ যেন মুছে দিতে না পারে, তাই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে এক অনন্য নজির সৃষ্টি করেছেন', বলেন তিনি।

জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম বলেন, 'আইসিটি পেশাজীবীরা দিনরাত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আরও উন্নততর কাজের পরিবেশ সৃষ্টির জন্যে আইসিটি ক্যাডার অচিরেই গঠিত হবে। টেকসই ডিজিটাল বাংলাদেশ এর সুবিধা জনগণের দোরগোড়ায় সরকারি আইসিটি পেশাজীবীরা সহজে পৌঁছে দেবেন।'

ফোরামের সভাপতি শারমিন আফরোজ বলেন, 'করোনা মহামারি পরিস্থিতি স্বাভাবিক হলে সশরীরে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আমরা তার জন্মদিন পালন করতে পারব আগামী বছর।'

সর্বশেষ
জনপ্রিয়