ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ৪ ১৪৩০

সকল স্বাধীনতাই আপেক্ষিক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ২ অক্টোবর ২০২২  

সকল স্বাধীনতাই আপেক্ষিক

সকল স্বাধীনতাই আপেক্ষিক

সকল স্বাধীনতাই আপেক্ষিক- এই সত্য আমরা সবাই খুব ভালো করে জানি। এমনকি এটাও জানি যে, কখনো কখনো স্বাধীনতা বলতে আদৌ কোনোকিছুর অস্তিত্ব নেই।

সেটা আসলে একটা খাঁচা যা আমাদের অবস্থান থেকে অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়েছে এবং যেখানে খাঁচার দণ্ডগুলো দূরত্বের কারণে একটা নৈর্ব্যক্তিক অভিব্যক্তি পেয়েছে।

এটা হলো এমন একটা প্রাকৃতিক জায়গা, যেখানে মুক্ত বন্য প্রাণিদেরকে সংরক্ষণ করা হয়ে থাকে বৃহত্তর সীমানার মধ্যে।

তবে আমি সকল সময়েই মনে করি যে সেটি ক্রমশ প্রশস্ত হচ্ছে। কারণ, কখনো কখনো কারাগারের লৌহকপাটগুলো দেখতে না পারাও যথেষ্ট আমাদের জন্যে। 

সর্বশেষ
জনপ্রিয়