ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫২, ৩ জুন ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে  হয়েছে। শুক্রবার ১১টা থেকে শুরু হওয়া পরীক্ষাটি শেষ হয় ১২টা ৩০ মিনিটে।

ঢাকাসহ দেশের বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

‘গ’ ইউনিটের ৯৩০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে লড়েন ৩৩ জন শিক্ষার্থী।

গত বছরের মতো এবারো দেশের ৮ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা। ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগের কেন্দ্রগুলো হচ্ছে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাজশাহী), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।

এর আগে, প্রথমবারের মতো ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় দেশের আট বিভাগীয় শহরে।

উল্লেখ্য, আগামী ৪ জুন (শনিবার) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন (শুক্রবার) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন (শনিবার) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়াও আগামী ১৭ জুন সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাবির চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে।

এবার ঢাবির ভর্তি পরীক্ষায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। মোট আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার ‘ক’ ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৭১০ জন, ‘খ’ ইউনিটে ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন আবেদন করেছেন। এছাড়া ঢাবির ‘গ’ ইউনিটে ৯৩০টি আসনের বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬টি আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে ৭ হাজার ৩৫৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

সর্বশেষ
জনপ্রিয়