ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

শেরপুরের নকলায় নতুন আশা নিয়ে বোরো ধানের আবাদ করছে চাষিরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ১৯ জানুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নকলা উপজেলার কৃষকরা ব্যস্ত সময় পার করছেন বোরো চাষে। প্রচন্ড শীত উপেক্ষা করে দিন রাত কাজ করছেন বোরো চাষিরা। এবার আমন ধানের ভালো দাম পাওয়ায় কৃষকরা মহা খুশি। তাই এবার কোমর বেধে নতুন আশা নিয়ে বোরো ধানের আবাদ করছে চাষিরা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবদুল ওয়াদুদ জানান, এবার ১২হাজার ৩শ ৯০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদের  লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে উপশি জাতের এবং ১০ হাজার ৪০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের আবাদ করা হয়েছে। যা গত বছর হাইব্রিড জাতের আবাদ ছিলো ৭ হাজার ৬ হেক্টর জমিতে। আবহাওয়া অনকূল থাকলে  এবার বোরো আবাদের ভালো ফলনের  আশা করছেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়