ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

শেরপুরের নকলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৮, ৯ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে  অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল ৮ ডিসেম্বর বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, ডা. সাফি আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

সভায় ১১-১৪ ডিসেম্বর ক্যাম্পেইনের সময়কালে উপজেলায় ৬ মাস থেকে ১২ মাস বয়সী ২ হাজার ৯৮০ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ২৪ হাজারের অধিক  শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়