ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

শেরপুরে হাতির অভয়াশ্রম হবে : পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ২৩ জুলাই ২০২৩  

শেরপুরে হাতির অভয়াশ্রম হবে : পরিবেশমন্ত্রী

শেরপুরে হাতির অভয়াশ্রম হবে : পরিবেশমন্ত্রী

শেরপুরে মানুষ ও হাতির দ্বন্দ নিরসনে হাতির করিডোর চিহ্নিত করে অভয়াশ্রম করা হবে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।গতকাল শনিবার (২২ জুলাই ) বিকালে শেরপুরের শ্রীবরদীর মেঘাদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ উদ্বোধন কালে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

এসময় সুফল প্রকল্পের ১৫৪ জন উপকারভোগী সদস্যদের মাঝে ২ কোটি ১২ লাখ ৫৬ হাজার ২ শত ৭৩ টাকার চেক বিতরণ করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক ও উপ-প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া। সহকারি বন সংরক্ষক আবু ইউসুফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপকারভোগী সবুজ কোচ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীউল বারী, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম, বালিজুড়ি, মালাকোচা, কর্ণঝোড়া ও ডুমুরতলা বিট কর্মকর্তাসহ উপকারভোগীরা । চেক বিতরণ অনুষ্ঠানে আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বালিজুড়ি রেঞ্জে সুফল প্রকল্পের আওতায় স্টাফ ব্যারাক উদ্বোধন করা হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়