ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

শেরপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৯, ১৬ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ- ভালো উৎপাদনে ভালো পুষ্টি, আর ভালো পরিবেশেই উন্নত জীবন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ অক্টোবর শনিবার সকালে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা খামারবাড়ির উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, জেলা খাদ্য নিয়ন্ত্রক আল্-ওয়াজিউর রহমান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল হাই, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, নালিতাবাড়ী ইউএনও হেলেনা পারভীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এছাড়া দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা ও ভবিষ্যৎ চাহিদার বিষয়ে লক্ষ্য রেখে দেশের খাদ্য চাহিদা নিশ্চিতে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। তারা আরও বলেন, দেশ দানাদার খাদ্যে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। এছাড়া মাছ, মাংস, দুধ, ডিমসহ অন্যান্য পুষ্টিকর খাদ্যেও দ্রুত স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার লক্ষ্যে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ।

সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলা কৃষি অফিস ও খাদ্য নিয়ন্ত্রক অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়