ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

শেরপুরে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুর হার শূন্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরে করোনা শনাক্ত ও মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি। এছাড়া এ সময়ে ২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত হয়নি। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। শেরপুরের সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল ৮টায় সিভিল সার্জন অফিস থেকে দেওয়া জেলার কোভিড স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, শেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত ১ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে ৫৮ জন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬১২ জন এবং সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৫৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে  ৯৫ জনের।  মৃত্যুর হার ১ দশমিক ৬৯ শতাংশ। 

জেলায় এ পর্যন্ত টিকা নিয়েছেন ১৬ লাখ ৬১ হাজার ২০৩ জন। এর মধ্যে প্রথম ডোজ ৯ লাখ ২৮ হাজার ২০৭ জন এবং দ্বিতীয় ডোজ ৭ লাখ ১৪ হাজার ৭৮২ জন। বুস্টার ডোজ নিয়েছেন ১৮ হাজার ৩৪ জন। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়