ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স, শিক্ষকরা পেলেন এসি বাস

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩২, ৬ জুলাই ২০২২  

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৬৯ বছর পূর্ণ করেছে আজ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ৭০ বছরে পদার্পণ যেন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এসি সম্বলিত মিনিবাস ও অ্যাম্বুলেন্স যুক্ত হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে।

বুধবার (৬ জুলাই) সকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার প্রশাসন ভবনের সামনে এ দুটো গাড়ির উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষকদের জন্য ৬৮ লাখ টাকা ব্যয়ে ৩০ সিটের একটি এসি সম্বলিত মিনিবাস ও শিক্ষার্থীদের জন্য ৪৩ লাখ টাকার একটি অ্যাম্বুলেন্স কেনা হয়েছে।

এ সময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘প্রচণ্ড দাবদাহে শিক্ষকদের স্বস্তির পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো অসুস্থতায় দ্রুত সেবা প্রদানের জন্য এ সেবা চালু করা হয়েছে। এসব গাড়ির সব সেবা সুষ্ঠুভাবে পরিচালিত হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম ও অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুল সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও ছাত্র উপদেষ্টা তারেক নূরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়